Kerala: জল থেকে মস্তিষ্কে ঢুকে গেল অ্যামিবা, কেরলে মৃত্যু কিশোরের

brain eating amoeba

মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক নাবালকের। কেরলের (Kerala) আলাপ্পুঝা জেলা নিবাসী ওই তরুণ আক্রান্ত হয়েছিল প্রাথমিক অ্যামেবিক মেনিনগোয়েনসেফালাইটিসে (Primary Amebic Meningoencephalitis)। চিকিৎসকেরা জানিয়েছেন, জল থেকে মস্তিষ্কের এই সংক্রমণ অত্যন্ত বিরল। কেরলে এখনও পর্যন্ত পাঁচ জনের শরীরে এই সংক্রমণ বাসা বেঁধেছে। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ শুক্রবার জানান, প্রাথমিক অ্যামেবিক মেনিনগোয়েনসেফালাইটিস […]