নারী নন, তিনি উভলিঙ্গ! বিস্ফোরক তথ্য ফাঁস কঙ্কনা সেনশর্মা
বরাবরই মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করে এসেছেন কঙ্কনা সেনশর্মা। কোনও গথে বাঁধা নির্দিষ্ট ছাঁচে তিনি যেমন নিজের ব্যক্তিজীবনকে রাখেননি, তেমনই পর্দাতেও নির্দিষ্ট কোনও অবতারে দর্শকদের সামনে বারবার হাজির হননি। এবার হার্পার বাজার ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে লিঙ্গ-র প্রসঙ্গ উঠতেই নিজেকে নারী হিসেবে পরিচয় দিতে অস্বীকার করলেন কঙ্কনা। বলি-অভিনেত্রীর কথায়, ‘আমি নিজেকে একজন নারী হিসেবে মোটেই […]