Revolver Rohosshyo: রহস্য সমাধান করতে গিয়ে প্রেম! আজব এক গোয়েন্দাকে নিয়ে আসছেন অঞ্জন
অঞ্জন দত্তের সিনেমা মানেই অনুগামীদের কাছে এক টানটান উত্তেজনা, তা বলার অপেক্ষা রাখে না। এবার ‘রিভলবার রহস্য’ সিনেমা নিয়ে পর্দায় আসছেন অঞ্জন দত্ত। ড্যানি ডিটেকটিভের গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। এখানে অভিনয় করবেন তনুশ্রী চক্রবর্তী, সুপ্রভাত দাস সহ, কাঞ্চন মল্লিক-সহ অনেকেই। ইতিমধ্যে সিনেমার ট্রেলারটি মুক্তি পেয়ে গেছে। ট্রেলার মুক্তি পাওয়ার খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা। […]