Cow Smuggling Case: গরু পাচার মামলায় এবার কেষ্টকে নোটিস CBI-এর

anubrata scaled

বুধবার তৃণমূল কংগ্রেস সাংসদ দেব–কে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। গরু পাচার ইস্যুতে পাঠানো হয়েছিল নোটিশ। এবার একই ইস্যুতে সিবিআই নোটিশ পাঠাল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতিকে ১৪ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ। সিবিআই (CBI) সূত্রে খবর, গরু পাচার মামলায় (Cow Smuggling Case) বিভিন্ন অভিযুক্ত এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে বীরভূম জেলা […]