মুলায়মের ঘরে ভাঙন ধরাল বিজেপি, পদ্ম বনে যেতে পারেন পুত্রবধূ অপর্ণা
পর পর মন্ত্রী ও বিধায়কদের দলত্যাগের ফলে উত্তরপ্রদেশে ব্যাকফুটে চলে গিয়েছিল বিজেপি৷ সেই ধাক্কা কাটিয়ে এবার সমাজবাদী পার্টির ঘরে ফাটল ধরিয়ে দিল গেরুয়া শিবির৷ মুলায়মের পুত্রবধূ অপর্ণা যাদব যোগ দিতে চলেছেন বিজেপিতে৷ বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, অপর্ণার সঙ্গে বিজেপির কথাবার্তা একপ্রকার চূড়ান্ত৷ খুব তাড়াতাড়ি তিনি বিজেপিতে যোগ দেবেন৷ মুলায়মের ছোট ছেলে প্রতীকের স্ত্রী […]