ফের ৫৪টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র, তালিকায় রয়েছে বিখ্যাত গেম
সাময়িক বিরতির পর ফের ড্রাগনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইকের পথে হাঁটল কেন্দ্র। নতুন করে এ দেশে নিষিদ্ধ করা হল ৫৪টি চিনা অ্যাপ। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক কর্তৃক নিষিদ্ধ অ্যাপগুলির মধ্যে রয়েছে টেনসেন্ট, আলিবাবা এবং নেটইজের মতো বড় চিনের প্রযুক্তি (App Ban) সংস্থাগুলির অ্যাপ। রয়েছে সি লিমিটেডের গেম ফ্রি-ফায়ার। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক আনুষ্ঠানিকভাবে ভারতে […]