Mahua Moitra: মহুয়ার আইফোন হ্যাক করছে কেন্দ্র! অ্যাপল থেকে সতর্কবার্তা এসেছে, দাবি তৃণমূল সাংসদের
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের আইফোন হ্যাক করতে চায় মোদী সরকার, অ্যাপল সংস্থা থেকে তেমনই সতর্কবার্তা এসেছে তাঁর ফোনে। মহুয়া নিজেই এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন। প্রমাণ স্বরূপ অ্যাপলের মেসেজ এবং ইমেলের স্ক্রিনশট পোস্ট করেছেন তিনি। অ্যাপল থেকে মহুয়ার আইফোনে আসা সতর্কবার্তায় লেখা রয়েছে, ‘‘রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা আপনাকে ‘টার্গেট’ করেছে। অ্যাপল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি […]