AR Rahman: রহমান নির্দোষ, ওর মত মানুষ দেখিনি আর, কুৎসা থামাতে মুখ খুললেন সায়রা

saira 1 768x512 1

বুধবার সোশাল মিডিয়ায় আচমকাই ডিভোর্স ঘোষণা করলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। সোশাল মিডিয়ায় এ আর রহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই রহমানের (AR Rahman) সহশিল্পী মোহিনী দে-ও (Mohini Dey) স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। দুই ঘটনার যোগসূত্র খুঁড়ে নানা জল্পনা নেটপাড়ায়। রটে গিয়েছে, রহমান-সায়রাবানুর ডিভোর্সের নেপথ্যে নাকি পরকীয়া! মিউজিক মায়েস্ত্রো সম্পর্কে নানা কুকথা, […]