FIFA WC 2022: বিশ্বকাপের আঁচ কলকাতায়, তৈরি ব্রাজিল রসগোল্লা, আর্জেন্টিনা সন্দেশ!
ফুটবল জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব (World Cup Football 2022)।কলকাতার মিষ্টির দোকান ইতিমধ্যেই বানিয়ে ফেলেছে ব্রাজিল রসগোল্লা (Brazil Rasogolla) থেকে আর্জেন্টিনা সন্দেশ(Argentina sandesh) । স্কেহানেই শেষ নয়, ছানার বিশ্বকাপ থেকে মেসি-রোনাল্ডোর আদলে তৈরি মিষ্টি থরে থরে সাজছে সোকেসে। খেলা যত এগোবে মিষ্টির বৈচিত্র ততই বাড়বে বলে জানাচ্ছেন মিষ্টি বিক্রেতারা। বিশ্বকাপ নিয়ে বাঙালির আবেগকে মাথায় রাখেন ব্যবসাদাররা। […]