Arjun Malaika Breakup: মালাইকার সঙ্গে বিচ্ছেদ হয়েছে, জল্পনায় সিলমোহর দিলেন অর্জুন

arjun

দীর্ঘ ছয় বছরের সম্পর্কে নাকি যবনিকা পতন ঘটেছে। এ গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে বলিউডে। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরই অর্জুনের হাতটাই শক্ত করে ধরেছিলেন মালাইকা আরোরা। কিন্তু এ বার সেই সম্পর্কেও ছন্দপতন। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে দু’জনেই নীরব। এ বার যেন আর চুপ থাকতে পারলেন না অর্জুন। ঘোষণা করে দিলেন ‘আমি সিঙ্গল’। ১৯৯৮ […]