XXX: ‘আপত্তিকর’ দৃশ্য ছেঁটেও মিলল না ছাড়, একতা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

EKTA

বিহারের বেগুসরাইয়ের এক আদালত থেকে বলিউড নির্মাতা একতা কাপুরের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। শুধু একতাই নন, তাঁর মা তথা প্রযোজক শোভা কাপুরের বিরুদ্ধেও অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে আদালত। মামলাটি যদিও দু’বছর আগের। ২০২০ সালের জুন মাসে সেনা আধিকারিক শম্ভু কুমার একটি মামলা দায়ের করেন। যেখানে অভিযোগ করা হয় ‘XXX আনসেন্সার্ড’ ওয়েব সিরিজে সেনা আধিকারিকদের স্ত্রীদের […]