CWG 2022: নীরজের রেকর্ড ভেঙে ৯০ মিটারের গণ্ডি পার, জ্যাভিলিনে সোনা জয় পাকিস্তানের নাদিমের
গত বছর ৭ অগস্ট অলিম্পিক্সে সোনা জিেতেছিলেন নীরজ চোপড়া। সোনা জয়ের বার্ষিকীতে বার্মিংহ্যামে তাক লাগালেন তাঁর বন্ধু আরশাদ নাদিম ( Arshad Nadeem)। রবিবার এদিন ৯০.১৮ মিটার ছুঁড়ে জ্যাভলিনে সোনা জেতেন পাকিস্তানের এই প্রতিভাবান ক্রীড়াবিদ। এই প্রথম ভারতীয় উপমহাদেশের কেউ এত দূর অবধি জ্যাভলিন ছুঁড়ল। নীরজের ব্যক্তিগত সেরা হল ৮৯.৯৪ মিটার। এখনও তিনি ৯০-এর গণ্ডি পেরোতে […]