Rinku Singh: ‘বাচ্চা’ নয়, রিঙ্কুকে ‘বাপ’ বললেন শাহরুখ, কিন্তু কেন?
এ বারের আইপিএল চলাকালীনই শাহরুখ খান জানিয়েছিলেন, তিনি রিঙ্কু সিং- এর অনুরাগী। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কুর ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। কেকেআরের অন্যতম মালিক শাহরুখের মতে, রিঙ্কুর বয়স কম হলেও উনি বাচ্চা নন, সবার বাবা। শাহরুখ মাঝেমধ্যেই, ফ্যানদের সঙ্গে জনসংযোগ বাড়ানোর জন্য ট্যুইটারে প্রশ্নোত্তরে মাতেন। #AskSRK লিখে তাঁকে প্রশ্ন করা যায়। কিং খানের চোখে […]