Mercedes-AMG EQS: একবার চার্জে গাড়ি চলবে ৫৭০ কিমি, ভারতে এল বিলাসবহুল সেডান
ভারতে বিলাসবহুল ইলেকট্রিক ভেহিক্যালের বাজার ধরতে চাইছে মার্সেডিজ। অনেকদিন ধরেই এই ইভি ভারতের বাজার আনার বিষয়ে জল্পনা চলছিল। অবশেষে বুধবার দেশের বাজারে লঞ্চ হল Mercedes-AMG EQS 53 4MATIC+। Mercedes-AMG EQS 53 4MATIC+ ইলেকট্রিক সেডান ভারতে লঞ্চ হয়েছে, যার দাম শুরু হচ্ছে ২.৪৫ কোটি টাকা থেকে।জার্মান ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগশিপ বৈদ্যুতিক এই প্রোডাক্ট ‘কমপ্লিটলি বিল্ড ইউনিট’ (CBU)বা […]