Avadh Ojha: ‘ঝাড়ু’ হাতে রাজনীতির মাঠে শিক্ষক অবধ ওঝা, লড়তে পারেন দিল্লি নির্বাচনে

OJHA

আগামী বছর দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে বড় চমক আম আদমি পার্টির। ইউপিএসসি-র শিক্ষক তথা মোটিভেশনাল স্পিকার অবধ ওঝা((Avadh Ojha)।। সোমবার আপের কার্যালয়ে অরবিন্দ কেজরিওয়াল(Arvind kejriwal) ও মণীশ সিসোদিয়ার উপস্থিতিতে দলে যোগ দেন তিনি। জানা যাচ্ছে, আসন্ন নির্বাচনে তাঁকে টিকিটও দিতে চলেছেন কেজরি। বিধানসভা নির্বাচনের আগে জনপ্রিয় এই শিক্ষকের আপ যোগ বড় সাফল্য হিসেবে দেখছে […]