‘Award of Excellence’: এবার জাতীয়স্তরে পুরস্কার পেল রাজ্য সরকারের কর্মসূচি ‘দুয়ারে সরকার’
রাজ্য সরকারের কর্মসূচি ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) জাতীয় সম্মান। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া, সিএসআই-এর (CSI) তরফে অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স ২০২১-এ সম্মানিত রাজ্য সরকারের এই প্রকল্প। মানুষের দরজায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার অভিনব প্রকল্পকে স্বীকৃতির দেওয়ার জন্যই এই সম্মান। সরকারের পরিষেবা পৌঁছে যাবে সাধারণ মানুষের দোরগোড়ায়। শেষ হবে হয়রানির দিন। এই ভাবনা থেকেই গত বছরের বিধানসভা […]