প্রথমবার জুটিতে রণবীর-আলিয়া, ৫ বছর পর শেষ হল ‘ব্রহ্মাস্ত্র’-এর শ্যুটিং
প্রায় পাঁচ বছর পর অবশেষে শেষ হল আলিয়া ভাট এবং রণবীর কাপুর জুটির নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর শ্যুটিং পর্ব ৷ অর্থাৎ এবার পর্দায় আসার জন্য পুরোপুরি তৈরি এই ছবি ৷ মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে মাধ্যমে এই খবর জানিয়েছেন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Brahmastra Shooting Comes to an End )৷ অয়ন জানিয়েছেন, ‘অবশেষে… শ্যুটিং শেষ হল। পাঁত […]