Babri Masjid: বাবরি ধ্বংসের ৩২ বছর পার, সুপ্রিম রায়ের পরও অথৈ জলে অযোধ্যায় নয়া বাবরি মসজিদ নির্মাণ

babri

১৯৯২ সালের ৬ ডিসেম্বর।শাবল, গাঁইতি, বর্ষা নিয়ে ষোড়শ শতকের বাবরি মসজিদের মাথায় উঠে পড়েছিলেন উন্মত্ত জনতা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সেই মসজিদ। তার পর পেরিয়ে গিয়েছে ৩২ বছর। অযোধ্যার বাবরি মসজিদের সেই বিতর্কিত জমিতে সুপ্রিম কোর্টের রায়ে নির্মিত হয়েছে রাম মন্দির। প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। পাশাপাশি সর্বোচ্চ আদালত অযোধ্যায় মসজিদ নির্মাণের জন্যও জমি বরাদ্দ করেছিল। […]