Earthquake Turkey : ধ্বংসস্তুপের নীচে ১২৮ ঘণ্টা, জীবীত উদ্ধার দুই মাসের শিশু
![CHILD 2](https://www.thenewsnest.com/wp-content/uploads/2023/02/CHILD-2.jpg)
বয়স মাত্র দুই মাস। তুরস্কের ভূমিকম্পে অন্যান্যদের মতো সেও মাটির তলায় চাপা পড়েছিল। ছিল ১২৮ ঘণ্টা। অবশেষে তাকে জীবীত অবস্থায় ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা গিয়েছে। সদ্যোজাতকে উদ্ধার করতে পারার আনন্দে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা হর্ষোল্লাসে মেতে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুই মাসের শিশুর ছবি। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে সে। […]