ISRO: মহাকাশে ভারতের ‘বেবি রকেট’, কম খরচে জোড়া স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ইসরোর

isro

চলতি বছরে এই নিয়ে তিনবার সফলভাবে উৎক্ষেপণ করল ইসরো। স্বাধীনতা দিবসের পর দিনই সফলভাবে মহাকাশে পাঠানো হল SSLV-D3কে। শুক্রবার সকালে শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে মহাকাশে পাড়ি দিয়েছে ইসরোর নতুন মিশন। মাত্র ১৩ মিনিটের মধ্যেই কক্ষপথে যথাযথভাবে জায়গা করে নিয়েছে ইসরোর দুটি স্যাটেলাইট। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসেই জোড়া স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইসরো। […]