Bachchhan Paandey: পাথরের চোখ, হাতে হাতুড়ি! ট্রেলারে ভয় ধরাচ্ছেন অক্ষয় কুমার
শুক্রবার সামনে এল অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি ‘বচ্চন পান্ডে’-র ট্রেলার (Bachchhan Paandey Trailer)। এই ছবিতে দীর্ঘদিন দিন পর নিজের ‘ভালোমানুষ’-এর খোলস ছেড়ে একেবারে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে (Bachchhan Paandey Trailer)। বন্দুক-ধারালো অস্ত্র-খুন-আতঙ্ক-অ্যাকশনে ভরপুর ‘বচ্চন পান্ডে’-র ট্রেলার মুক্তির (Bachchhan Paandey Trailer) পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। ছবিতে রয়েছেন কৃতী শ্যানন, আরশাদ ওয়ারসি, জ্যাকলিন ফার্নান্ডেজ। […]