Raksha Bandhan: আমিরের কাছে ‘পরাজিত’ অক্ষয়, প্রথম দিনে কত টাকা ব্যবসা করল রক্ষা বন্ধন?
রাখির দিনেই বক্স অফিসে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘রক্ষা বন্ধন’। খিলাড়ি কুমারের গত দুই রিলিজ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, ‘সম্রাট পৃথ্বীরাজ’ এবং ‘বচ্চন পাণ্ডে’-র ব্যর্থতা ঢেকে দিতে পারবে এই ছবি? সেটাই বড় প্রশ্ন। যদিও মুক্তির প্রথমদিন সেইভাবে দর্শক টানতে ব্যর্থ হল এই ছবি। প্রথম দিন পরিচালক আনন্দ এল রাই-এর এই ছবির কালেকশন দাঁড়াল […]