Boat Capsized: গঙ্গাঘাটের কাছে ৪০ জনকে নিয়ে ডুবল নৌকা, দুর্ঘটনায় মৃত বহু
উত্তরপ্রদেশের বালিয়ায় বড়সড় নৌকাডুবির দুর্ঘটনা ঘটল সকাল সকাল। দুর্ঘটনাটি ঘটেছে মালদেপুর গঙ্গাঘাটের কাছে। লাইভ হিন্দুস্তানের রিপোর্টে বলা হচ্ছে, নৌকায় চড়ে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতেই সেই নৌকায় চেপেছিলেন প্রায় ৪০ জন। অত্যাধিক সংখ্যক যাত্রী নৌকায় চেপে বসার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। নৌকাটি উলটে যাওয়ার পর নৌকার যাত্রীরা গভীর জলে ডুবে যেতে থাকেন। খবর […]