Ballavpurer Rupkatha: ভয় ধরানো টিজার, আশা জাগাচ্ছে অনির্বাণের বল্লভপুরের রূপকথা
তৈরি হয়ে যান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) পরিচালনায় প্রথম ছবি বল্লভপুরের রূপকথার (Ballabhpurer Roopkotha) জন্য ৷ এসভিএফ-এর ব্যানারে এই ছবি মুক্তি পাবে চলতি বছর কালী পুজোয় ৷ তবে অফিসিয়াল টিজার (Ballabhpurer Roopkotha teaser) ইতিমধ্যেই হাজির হয়েছে ৷ যা বেশ মনে ধরেছে দর্শকদের ৷ বাদল সরকারের জনপ্রিয় নাটক ‘বল্লভপুরের রূপকথা’ অবলম্বনে অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য বানিয়েছেন […]