Couple: ফোনে ঝগড়ার জের! আড়াইশো কিমি পেরিয়ে প্রেমিকার সামনে গায়ে পেট্রল ঢাললেন যুবক
প্রেমে ধাক্কা খেয়ে প্রেমিকার সামনেই আত্মহুতি দেওয়ার চেষ্টা প্রেমিকের। আশপাশের লোকের তৎপরতায় কোনও রকমে প্রাণ বাঁচল যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। যুবক কানপুর থেকে প্রেমিকার বর্তমান ঠিকানা বরেলি এসে এই কাণ্ড ঘটান। কানপুরের বাসিন্দা যোগেশের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক যুবতীর। নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই তাঁদের প্রেম। যুবক দশম শ্রেণির পর পড়া ছেড়ে পারিবারিক […]