Panchayat Election 2023: ভোটের পরের দিন পুকুর থেকে উদ্ধার হল ব্যালট বাক্স, পুনর্নির্বাচনের দাবি বাসন্তীতে
শনিবার ভোট শেষের পর ব্যালট বাক্স নিয়ে স্ট্রং রুমে যাচ্ছিলেন ভোটকর্মীরা। আচমকা তা ছিনিয়ে নিয়ে সোজা পুকুরে ছুড়ে ফেলেন কয়েক জন। রবিবার অবশেষে বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারানিপুরে পুকুর থেকে ২টি ব্যালট বাক্স উদ্ধার করেন তৃণমূলের নেতাকর্মীরা। তাদের দাবি, পরাজয় নিশ্চিত জেনে ভোট শেষের পর ব্যালট বাক্স জলে ফেলেছে আরএসপি ও আইএসএফ। অভিযোগ অস্বীকার করে […]