Nimtala: বান আসছে! ঘোষণা উপেক্ষা করে তলিয়ে গেলেন ৬, একটি মৃতদেহ উদ্ধার
![nimtala lead](https://www.thenewsnest.com/wp-content/uploads/2022/10/nimtala-lead.jpg)
পরিজনের শেষকৃত্যে যোগ দিতে এসে গঙ্গায় নেমে নিজস্বী তুলছিলেন। তা করতে গিয়ে তলিয়ে গেলেন বেলেঘাটার ছয় তরুণ। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার তিন জন। এক জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও খোঁজ না পাওয়া দু’জনের সন্ধানে গঙ্গায় নেমেছে বিপর্যয় মোকাবিলা দফতর। কী তথ্য পেয়েছে পুলিশ? পুলিশ সূত্রে খবর, এই যুবকরা বেলেঘাটার শিবতলা এলাকার বাসিন্দা। সোমবার নিমতলা ঘাটে সৎকার করতে […]