Beleghata ID: পরিত্যক্ত মর্গের বাইরে উদ্ধার মানুষের মাথার খুলি, হাড়গোড়! উত্তেজনা বেলেঘাটা আইডি হাসপাতালে
বেলেঘাটা আইডি হাসপাতালের (Beleghata ID hospital) পরিত্যক্ত মর্গে সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হলো মানুষের মাথার খুলি, হাড়গোড়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। কী করে সেগুলি ওখানে এল তা তদন্ত করে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। খবর দেওয়া হয়েছে পুলিশেও। শুক্রবার হাসপাতাল চত্বরে একটি পরিত্যক্ত মর্গের সামনে মানুষের একটি খুলি এবং কিছু হাড়গোড় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালের […]