Jamai Sasthi 2022: মাত্র ৫০০ টাকায় চর্ব্য চোষ্য লেহ্য পেয়! সৌজন্যে পঞ্চায়েত দফতর
হোয়াটসঅ্যাপ করলেই জামাই ষষ্ঠীর খাবার বাড়ি পৌঁছে দেবে পঞ্চায়েত দফতর। আগামী রবিবার জামাই ষষ্ঠী! বছরে এক বার শ্বশুর বাড়িতে জামাই আদরের দিন। ওইদিন জামাইবাবাজিদের ভূরিভোজ করাতে জোর ঝক্কি পোয়াতে হয় শ্বশুর-শ্বাশুড়িদের। এ বার সেই পরিশ্রম খানিকটা হলেও কমতে পারে পঞ্চায়েত দফতরের উদ্যোগে। কম খরচে জামাইষষ্ঠীতে ভুরিভোজের আয়োজন করেছে তাঁরা। মাত্র ৫০০ টাকা খরচ করলেই হেঁশেলের […]