TRP: খড়ি- ঋদ্ধি প্রেমে পড়তেই আবার বাংলা-সেরা ‘গাঁটছড়া’, দ্বিতীয় স্থানে কে?

trp main scaled

ঋদ্ধিমান সিংহরায় আর তার স্ত্রী খড়ি। সিংহরায় বাড়ির ছোট ছেলে কুণাল যাদের মজা করে ডাকে ‘আদা-কাঁচকলা’ বলে। সারা ক্ষণ কথা কাটাকাটি তাদের। তবু বিপদ এলেই তারা একজোট। প্রচার ঝলক বলছে, ইদানীং নাকি ঝগড়া ভুলে ঋদ্ধি-খড়ি রোম্যান্সে ভাসছে। যা দেখে দর্শকেরাও দারুণ খুশি। ফলে, ইতিহাসের পুনরাবৃত্তি। চলতি সপ্তাহে ‘বাংলা সেরা’-র তকমা আবারও ‘গাঁটছড়া’র গায়ে। দ্বিতীয় স্থানে […]