Murshidabad Murder: ফাঁস সুতপা-সুশান্তের ‘ঘনিষ্ঠ’ ছবি, পাল্টা কাঠগড়ায় তোলা হল সুতপার বাবাকে
বহরমপুরের কলেজছাত্রী সুতপা চৌধুরীর খুনে নয়া মোড়। পুলিশের হাতে এবার এল একটি ফেসবুক পোস্ট। ‘তপন ওয়াইটি’ নামে একটি প্রোফাইল থেকে সুশান্ত ও সুতপার বেশ কিছু ‘ঘনিষ্ঠ’ ছবি পোস্ট করে অভিযোগ করা হয়েছে সুতপা চৌধুরীর বাবা স্বাধীন চৌধুরীর দিকে। সুতপার বাবা স্বাধীন চৌধুরী বারবার দাবি করেছেন, ‘খুনি’ সুশান্ত চৌধুরীর সঙ্গে তাঁর মেয়ে সুতপা চৌধুরীর কোনও সম্পর্ক […]