Naushad Siddiqui: খারিজ জামিনের আবেদন, জেল হেফাজতে নওশাদ সিদ্দিকী-সহ ১৫

naushad siddiqui jail custody

জামিন হল না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ১৫ জন আইএসএফ কর্মীর। ফের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। আগামী ১৫ ফেব্রুয়ারি ফের আদালতে তোলা হবে নওশাদকে। পুলিশ হেফাজতের পর এদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় আইএসএফ বিধায়ককে। সওয়াল জবাব চলাকালীন তারঁ আইনজীবী জানান, নওশাদ সরকারি সম্পত্তি ভাঙচুরের সঙ্গে যুক্ত নন। আন্দোলন করার অধিকার সবার রয়েছে। […]