Bharat Nyay Yatra: মণিপুর থেকে মুম্বই- রাহুলের নেতৃত্বে এবার ভারত ন্যায় যাত্রা, শুরু কবে
ভারত জোড়ো যাত্রার মতো এক নতুন প্রচার অভিযান শুরু করতে চলেছেন রাহুল গান্ধি৷ তবে এ বার আর দক্ষিণ থেকে উত্তর নয়, এ বার পূর্ব থেকে পশ্চিমের দিকে যাত্রা পরিচালনা করবেন রাহুল গান্ধি৷ এ বারের যাত্রার নাম ‘ভারত ন্যায় যাত্রা৷’ আগামী ১৪ জানুয়ারি থেকে এই ভারত ন্যায় যাত্রা শুরু হতে চলেছে৷ এই যাত্রা চলবে ২০২৪ সালের […]