Bidisha Death: মৃত্যুর আগে বান্ধবীকে বৌ বলে সম্বোধন, বিদিশা কি সমকামী?
মডেল বিদিশা দে মজুমদারের মৃত্যুতে রহস্য ক্রমাগত বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই এই নামী মডেলের মৃত্যুর কারণ ঘিরে উঠে এসেছে অনুভব বেরা নামে এক যুবকের নাম। অন্যদিকে বিদিশার ফেসবুক পোস্ট ঘিরেও তুঙ্গে রয়েছে আলোচনা। ফেসবুকে বিদিশার সাম্প্রতিক পোস্টে দেখা যাচ্ছে এক ফটোশ্যুটের ছবি। সেখানে তাঁর সঙ্গে রয়েছেন এক মহিলা মডেল। ছবিটি পোস্ট করে বিদিশা ট্যাগলাইনে লিখেছেন, […]