Lok Sabha Election 2024: শুধুই মুসলমানদের গণ্ডা গণ্ডা বাচ্চা? বাজপেয়ী-মোদী- যোগী-ভাগবত, অমিত শাহরা কয় ভাইবোন জানেন?
‘আমরাই কি কেবলমাত্র বহিরাগত? আমাদেরই গণ্ডা গণ্ডা বাচ্চা?’ নরেন্দ্র মোদীর মুসলিম ইস্যুতে করা মন্তব্য নিয়ে এবার সরব আকবরউদ্দিন ওয়াইসি। একটি নির্বাচনী জনসভায় তাঁকে বলতে শোনা যায়, ‘আপনারা কি জানেন অটল বিহারী বাজপেয়ীর কতজন ভাইবোন ছিল? সাত জন। এরপরও বলবেন মুসলিমদেরই কেবলমাত্র বেশি সন্তান থাকে। অমিত শাহেরও সাত জন ভাইবোন ছিলেন। নরেন্দ্র মোদীরা ছয় ভাইবোন।’ হায়দরাবাদের […]