Savarkar: বুলবুলির ডানায় চড়ে মাতৃভূমি দর্শন করতেন আন্দামানে বন্দি সাভারকর! লেখা কর্নাটকের পাঠ্যে
গল্পে গোরু গাছে ওঠে। আবার ইতিহাসেও পাখির ডানায় বসে সফর করে মানুষ! কর্নাটকের হাইস্কুলের পাঠ্যক্রমে বিনায়ক দামোদর সাভারকরের উপর একটি বিষয় অন্তর্ভুক্ত করেছে রাজ্যের পাঠ্যপুস্তক সংশোধন কমিটি। আর তাতেই “ইতিহাস পুনর্লিখন” বিতর্কের সূত্রপাত। কর্নাটকের অষ্টম শ্রেণির নতুন পাঠ্যসূচি অনুযায়ী তাতে ঢুকেছে বেশ কিছু নতুন পদ্য ও গদ্য। তারই মধ্যে ঠাঁই পেয়েছে সাভারকর সম্বন্ধে এই সমস্ত […]