পেহেলু- জুনায়েদ নিয়ে নীরব মোদী সরব বগটুই নিয়ে! বললেন, অপরাধীদের শাস্তি দিক রাজ্য
রামপুরহাট কাণ্ডের প্রায় ৩৬ ঘণ্টা বাদে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই ‘জঘন্য ঘটনা’য় দুঃখপ্রকাশ করেও আপাতত রাজ্য সরকারর উপরই আস্থা রাখলেন প্রধানমন্ত্রী। তাঁর আশা, রাজ্য সরকার দোষীদের উপযুক্ত শাস্তি দেবে। সেই কাজে কেন্দ্রও রাজ্যকে সবরকম সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন মোদী । বুধবার বিকেলে ভার্চুয়ালি ভিক্টোরিয়া মেমোরিয়ালের বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন করেন […]