Supermoon: আজ রাতে আকাশে ২০২৪ সালের সবচেয়ে বড় চাঁদ, ভারতে কখন দেখা যাবে?

Snow Moon

সোমবার রাতের আকাশে আবির্ভূত হবে মস্ত বড় চাঁদ। আগামী তিনদিন আকাশে অবস্থান করবে সেই সুপারমুন, যা আবার মহাকাশ বিজ্ঞানের ভাষায় ‘ব্লু মুন’ও। আকাশপ্রেমীদের জন্য এমনই সুখবর শোনালেন বিজ্ঞানীরা। বলা হচ্ছে, সোমবারই আকাশে আবির্ভূত চাঁদ হবে ২০২৪ সালের সবচেয়ে বড়। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে জানানো হয়েছে, চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে অর্থাৎ […]