BJP-র আয়োজনে হনুমান মূর্তির সামনে মহিলাদের বডি-বিল্ডিং পোজ, তোপ কংগ্রেসের
কে কত বড় হনুমান ভক্ত, বিজেপি (BJP) নাকি কংগ্রেস (Congress)—তাই নিয়ে তরজা শুরু হল মধ্যপ্রদেশে। অনেকের মতে, দুয়ারে ভোট থাকা মধ্যপ্রদেশে হিন্দুত্বের লড়াইয়ে নেমে পড়ল কংগ্রেস, বিজেপি। ১৩তম মিস্টার জুনিয়র বডি বিল্ডিংয়ের আয়োজন করা হয়েছিল মধ্যপ্রদেশের রাতলামে। গত ৪ ও ৫ মার্চ এই প্রতিযোগিতাটি চলে। সেই প্রতিযোগিতায় মহিলা বডি বিল্ডাররাও অংশ গ্রহণ করেছিলেন। এবং মঞ্চে […]