Salman Khan: জন্মদিনে সলমনকে বিশেষ বার্তা করণ জোহরের, দিলেন জুটি বাঁধার ইঙ্গিত
বুধবার সলমন খানের জন্মদিন। সুপারস্টারের ৫৮তম জন্মদিনে ইন্ডাস্ট্রির একাধিক তারকা সমাজমাধ্যমে ভাইজানকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে ভিড়ের মধ্যে আলাদা করে নজর কেড়েছে করণ জোহরের শুভেচ্ছাবার্তা। সলমনের জন্মদিনে করণ শেয়ার করে নিয়েছেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’-তে সলমনের একটি ছবি। সেই সঙ্গে কর্ণ লিখছেন, ‘২৫ বছর আগে একটা পার্টির এক কোনে আমি দাঁড়িয়েছিলাম। প্রায় উদভ্রান্তের মতোই। একজন খুব […]