Super Moon: গুরুপূর্ণিমার দিনই দেখা যাবে অতিকায় Buck Moon! কেরামতি দেখাবে নীল চাঁদ
সোমবার দেখা যাবে বছরের প্রথম সুপারমুন (Super Moon)। গুরুপূর্ণিমার দিন ওই চাঁদ দেখতে মুখিয়ে আকাশপ্রেমীরা। চাঁদ যে পৃথিবীর খুব কাছাকাছি আসবে তাই নয়, বছরের এই সময়ে চাঁদ আকাশের সবচেয়ে নিচের দিকে থাকে। জুলাই মাসের এই পূর্ণচন্দ্রকে ডাকা হয় ‘বাক মুন’ নামে। কেন এমন নাম? আসলে এই সময় পুরুষ হরিণের শিং বৃদ্ধি পায়। তারই ইংরেজি নাম […]