Delhi: চার কন্যা-সহ ‘রহস্যমৃত্যু’ একই পরিবারের পাঁচ জনের! দিল্লিতে বুরারি কাণ্ডের ছায়া!
দেশের রাজধানীতে আবার সেই বুরারি কাণ্ডের ছায়া দেখা গেল। এবার দিল্লির বসন্তকুঞ্জে একই পরিবারের ৫ সদস্যের দেহ উদ্ধার হল। পুলিশের প্রাথমিক অনুমান, চারজনকে খুন করে একজন আত্মহত্যা করেছেন। দিল্লি পুলিশ জানিয়েছে মৃতেরা হলেন, হীরালাল শর্মা (৪৬) এবং তাঁর চার কন্যা— নীতু (২৬), নিক্কি (২৪), নীরু (২২) এবং নিধি (২০)। হীরালাল পেশায় ছিলেন কাঠের মিস্ত্রি। তাঁর […]