Rampurhat Clash: থমথমে গোটা এলাকা, রাতেই বগটুইয়ে সমাধিস্থ করা হল ৮টি দেহ

dead scaled

রামপুরহাটের বগটুইয়ের অগ্নিদগ্ধ হয়ে নিহত হওয়া ৮ জনের দেহ সমাধিস্থ করা হল। মঙ্গলবার রাতে বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে সমাধিস্থ করা হয় ওই দেহগুলি। পাশাপাশি, মৃতদের পরিচয়ও সামনে এসেছে। তাঁদের শনাক্ত করেছেন জনৈক আলাউদ্দিন শেখ। আলাউদ্দিন জানান, মৃতদের মধ্যে রয়েছেন তাঁর শ্যালক, শ্যালিকা এবং তাঁদের সন্তান। এ ছা়ড়াও আরও কয়েক জন তাঁর পরিচিত বলে […]