চারবছর পর বড়পর্দায় সত্যান্বেষী! প্রকাশ্যে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’র টানটান টিজার
চারবছর পর ব্যোমকেশ নিয়ে বড়পর্দায় ফিরছেন অরিন্দম শীল। সিনেমার শ্যুটিংয়ের খবর প্রকাশ্যে আসতেই ক্রমশ উত্তেজনার পারদ চড়ছিল ব্যোমকেশ অনুরাগীদের মধ্যে। অবশেষে আজ প্রকাশ্যে এল ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’-এর (Byomkesh Hotyamancha) টিজার। ঘোষনা হয়ে গেছে ছবি মুক্তির দিনও। আগামী ১১ অগস্ট প্রেক্ষাগৃহে আসছে এসভিএফ এবং ক্যামেলিয়া প্রোডাকশনের এই সিনেমা। সত্তরের দশকে, ফের সত্যের সন্ধানে হাজির ব্যোমকেশ বক্সী! শরদিন্দু […]