Justin Trudeau: দলে অন্তর্বিরোধের জেরে ইস্তফা কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর, উত্তরসূরির নাম নিয়ে জল্পনা

Trudeau

চাপের মুখে পড়ে শেষমেশ কানাডার শাসক দল তথা লিবারেল পার্টির প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন জাস্টিন ট্রুডো (Justin Trudeau Resigns)। তবে পরবর্তী নেতা নির্বাচন করা পর্যন্ত আপাতত প্রধানমন্ত্রী পদে থেকে যাবেন তিনি। ২০১৫ সালে কনজরভেটিভ পার্টির এক দশকের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন জাস্টিন ট্রুডো। প্রাথমিকভাবে তাঁর জনপ্রিয়তা ছিল আকাশ-ছোঁয়া। সেই সময় কানাডাবাসী বলত, দেশকে […]