Trending News: ১০০ কেজি গাঁজা খেয়ে ভেড়া হল ‘ছাগল’! অবাক কাণ্ড ঘটল কোথায়?
অল্পবিস্তর নয় প্রায় ১০০ কেজি গাঁজা। সেটাই সাবাড় করে দিল ভেড়ার পাল। গ্রিসের থেসালিতে ঘটেছে এমনই ঘটনা। জানা গিয়েছে, গ্রিসের থেসালির আলমিরোজ শহরে গ্রিন হাউসের ভিতর চাষ করা হয়েছিল কেজি কেজি গাঁজা। চিকিৎসার জন্য ব্যবহার হওয়ার কথা ছিল সেগুলির। সম্প্রতি বিধ্বংসী বন্যায় ভেসে গিয়েছিল লিবিয়া। ড্যানিয়েল ঝড়ের কারণে জলোচ্ছাস দেখা দিয়েছিল পার্শ্ববর্তী গ্রিস, তুরস্ক, বুলগেরিয়াতেও। […]