Cannes 2022: ব্রালেটের সঙ্গে শাড়ি, কখনও লাল গাউন, কখনও বা কালো প্যান্টসুট, দেখুন দীপিকার স্টানিং LookBook
একের পর এক মারকাটারি রূপে কান চলচ্চিত্র উৎসব কাঁপাচ্ছেন দীপিকা পাড়ুকোন৷ এর আগেও কান চলচ্চিত্র উৎসবে একাধিক বার লাস্যময়ী চেহারায় ধরা দিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে এই বছরটি যেন একটু অন্য রকম। অতিথি হিসেবে নয়, এ বার বিচারকের আসনে থাকবেন দীপিকা। ৭৫তম চলচ্চিত্র উৎসবে মোট ন’জন জুরি বা বিচারক রয়েছেন। যাঁর মধ্যে অন্যতম দীপিকা। ১৭ […]