Karnataka: নির্বাচনের আগে গাছে ‘ফলল’ কোটি টাকা! তাজ্জব আয়কর দপ্তর
১০ মে কর্নাটকে বিধানসভা ভোট। তার আগে দিকে দিকে উদ্ধার হচ্ছে টাকা। অটোরিকশা থেকে শুরু করে সাধারণ হাতব্যাগ, সবেতেই ঠেসে ভরা বান্ডিল। এবার কর্নাটকের আয়কর দফতর মাইসুরু থেকে এক কোটি টাকা উদ্ধার করেছে। চমকে ওঠার মতো তথ্য হল, সেই টাকা নাকি ফলেছে ঝাউগাছে! তেমনই দেখা যাচ্ছে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয়। পুত্তুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস […]