Anis khan: আনিসের সমাধিতে সিসিটিভি – আলো, বাবার দাবি মেনে ২৪ ঘণ্টা নজরদারি পুলিশের
আমতার সারদা গ্রামে আনিস খানের সমাধিস্থলে নজরদারিতে বসল দুটি সিসিটিভি। লাগানো হয়েছে আলো। মৃত ছাত্রনেতার বাবার দাবি মেনে পদক্ষেপ করেছে পুলিশ। সিসিটিভি-তে সর্বক্ষণ চোখ রেখেছেন এক পুলিশকর্মী। বৃহস্পতিবার আমতা থানার সামনে পাঁচটি দাবির কথা জানিয়েছিলেন নিহত ছাত্রনেতা আনিসের বাবা। তদন্ত, গ্রেফতারির পাশাপাশি বলেছিলেন ছেলের দেহ যেখানে শায়িত আছে, সেখানে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আলোও দিতে […]