Virat-Anushka: গোপনে বৃন্দাবনে ‘বিরুষ্কা’, এক ঘণ্টা ধ্যান করলেন, বিলোলেন কম্বল
সাধারণত, তাঁদের চলাফেরার সঙ্গে জড়িয়ে থাকে চরম গোপনীয়তা। তাই বুধবার বৃন্দাবনের মতো তীর্থস্থানে দেশের অন্যতম চর্চিত দম্পতি (Virat-Anushka) হাজির হয়েছেন, তার আঁচ পেল না কাকপক্ষীতে। ধর্মীয় গুরু নিম কারোলি বাবার আশ্রমে দেখা গেল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে। বুধবারই স্ত্রী অনুষ্কাকে নিয়ে বৃন্দাবনে পৌঁছেছেন বিরাট কোহলি। সেখানেই বাবা নিম কররোলি আশ্রমে মাথা ঠেকিয়ে ভগবানের আশীর্বাদ […]